
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, সিরিয়া হচ্ছে ইরানের কৌশলগত মিত্র, চূড়ান্ত বিজয় পর্যন্ত সিরিয়ার জনগণ ও সরকারের পাশে থাকবে তার দেশ। তিনি আজ (মঙ্গলবার) ইরান সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন। পার্সটুডে।
রুহানি আরও বলেছেন, ইরান সব সময় সিরিয়ার সরকার ও জনগণের পাশে থাকবে। ইহুদিবাদী দখলদার ও সন্ত্রাসবাদের মোকাবেলা করা ইরান ও সিরিয়ার অভিন্ন লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন।
ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান সরকার রাজনৈতিক দিক থেকেও সব সময় সিরিয়ার সরকারের পাশে থাকবে। এ ক্ষেত্রে ‘আস্তানা’ আলোচনা প্রক্রিয়াকে সিরিয়ার জাতীয় স্বার্থ ও অখণ্ডতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন রুহানি। ইরানের প্রেসিডেন্ট বলেন, তারা আস্তানা আলোচনা প্রক্রিয়াকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে।
সিরিয়ার ভূখণ্ডের একাংশকে দখলদার ইসরাইলের বলে স্বীকৃতি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পদক্ষেপ নিয়েছেন তার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, গোলান মালভূমিসহ দখলীকৃত ভূখণ্ড পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত দখলদার ইহুদিবাদীদের মোকাবেলা অব্যাহত রাখতে হবে।