বিএনপির চট্টগ্রামের মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে চট্টগ্রামের মহাসমাবেশ শনিবার (১৩ ফেব্রুয়ারি) হওয়ার কথা ছিল।

দলীয় সূত্রে জানা যায়, আগামী ২০ থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে নতুন তারিখ জানানো হবে।

আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের সহকারী মারুফ হোসেন।

তিনি বলেন, শনিবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগরের বিভাগীয় মহাসমাবেশ এবং চট্টগ্রাম অভিমুখের রোড মার্চটি পেছানো হয়েছে। আসছে ২০ থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্য পরবর্তী নতুন তারিখ নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, গেলো ৫ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন বিএনপির পরাজিত ৬ মেয়র প্রার্থী। সেদিন তারা ঘোষণা দেন যে দেশশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ৬সিটি করপোরেশন এলাকায় ৬টি সমাবেশ করবেন। আর এই ঘোষিত সমাবেশের প্রথমটি ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে হওয়ার কথা ছিল।