- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

‘ঘৃণা না পেলে জীবনটা আরো মধুর হত’

অভিনেতা শাহরিয়ার নাজিম জয় বর্তমানে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘৩০০ সেকেন্ড’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে রয়েছেন। এ অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রশ্নে করার জন্য হরহামেশাই সংবাদের শিরোনাম হয়ে থাকেন। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন এই অভিনেতা।

সম্প্রতি এক পোস্ট দিয়ে শাহরিয়ার নাজিম জয় উল্লেখ করেছেন, ‘আমি এখন জিম্মি। অভিনয় ক্যারিয়ারের ২৫বছর পার করলাম। নানান উত্থান পতন সাফল্য এবং ব্যর্থতায় যা অর্জিত হয়েছে তা হচ্ছে অভিজ্ঞতা।’

তিনি বলেন, ‘মাঝে আলোচিত উপস্থাপক হওয়ার কারণে প্রচুর দর্শক পরিচিতির পাশাপাশি পেয়েছি আপনাদের অজস্র অভিমান। আহ যদি শুধু অভিনেতাই হতে পারতাম! তাহলে হয়ত শুধু ভালোবাসাটাই পেতাম।’

তিনি আরও লিখেছেন, ‘অভিমান আর ঘৃণা না পেলে জীবনটা আরো মধুর হত। এক জীবনে শত জীবনের বৈচিত্র্য নেওয়ার সুযোগ অভিনয় ছাড়া আর কোন কাজে নেই। আমি এখন জিম্মি। বলেনতো জিম্মি কি?’