- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

গ্রামীণফোনের ৮ দশমিক ৫৮ শতাংশ মুনাফা বেড়েছে

শেয়ারবাজারে ভ্রমণ ও অবকাশ খাতের তালিকাভুক্ত কোম্পানি ও দেশের বৃহত্তম মোবাইল টেলিকম অপারেটর গ্রামীণফোনের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) মুনাফা বেড়েছে ৮ দশমিক ৫৮ শতাংশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ডিএসইকে জানিয়েছে, চলতি বছরের ৯ মাসে তাদের শেয়ারপ্রতি আয় বা মুনাফা (ইপিএস) হয়েছে ২১.৮৮ টাকা। যা আগের বছরের একই সময়ে হয়েছিল ২০.১৫ টাকা। এতে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১.৭৩ টাকা বা ৮ দশমকি ৫৮ শতাংশ।

একইসঙ্গে কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’ ২০২৪) শেয়ারপ্রতি আয় বা মুনাফা (ইপিএস) হয়েছে ৫.৫৯ টাকা। যা আগের বছরের একইসময়ে এ ইপিএস ছিল ৫.৫৩ টাকা। এতে কোম্পানির ইপিএস বেড়েছে ০.০৬ টাকা বা ১ শতাংশ।

এছাড়া হিসাব বছরের ৩০ সেপ্টেম্বরও পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২.৭৭ টাকা।

এদিন শেয়ারবাজারে লেনদেন শেষে কোম্পানির শেয়ার দর দাঁড়িয়েছে ৩১১ টাকা ২০ পয়সা। আগের দিন কোম্পানির শেয়ার দর ছিল ৩০৪ টাকা ৬০ পয়সা। বেড়েছে ২.১৭ শতাংশ বা ৬ টাকা ৬০ পয়সা।