- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

গোসাইরহাটের জয়ন্তী নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার জয়ন্তী নদী থেকে ইব্রাহিম (৭) ও খুকু মনি (৬) নামের দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল রাত সাড়ে ৭টার দিকে কুচাইপট্টি ইউনিয়নের পাচকাঠি গ্রামে এলাকার জয়ন্তী নদীর খেয়াঘাটের পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পাঁচকাঠি গ্রামের মো. আলমগীরের ছেলে মো. ইব্রাহিম (৭) এবং একই এলাকার সবুজ বেপারীর মেয়ে খুকু মনি (৬)। খুকুমনি ও ইব্রাহিম সম্পর্কে চাচাতো ভাই-বোন।

পুলিশ জানায়, দুই শিশুর বাবা ঢাকায় চাকরি করেন। বাড়িতে মা মরিচ তুলতে যান। খেলা করার সময় নদীর পাড়ে গিয়ে পা পিছলে দুই শিশু পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আত্মীয় স্বজন ভেবেছিল খুকু মনি ও ইব্রাহিম হারিয়ে গেছে। সন্ধ্যা রাতে নদীতে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

ওসি মাকসুদ আলম বলেন, বুধবার (২৩ এপ্রিল) দুই শিশু নিখোঁজের ৫ ঘণ্টা পর নদীতে মরদেহ পাওয়া গেছে। পরিবারের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।