- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

গাজীপুরে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্নহত্যা করেছে স্বামী। এমন ঘটনা ঘটেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়।

নিহত স্বামী-স্ত্রী হলেন: কালিয়াকৈর উপজেলার চান্দরা মন্ডলপাড়া এলাকার সোনামুদ্দিনের ছেলে দুলাল উদ্দিন (৪০) এবং আয়েশা বেগম (২৮)।

পুলিশ ও স্বজনরা জানায়, পারিবারিক কলহের জেরে গেল রাতে নিজ বাড়িতে স্বামী দুলাল উদ্দিন শ্বাসরোধে হত্যা করে তার দ্বিতীয় স্ত্রী আয়েশা বেগমকে। বৃহস্পতিবার (২০আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মোবাইলে তার মেয়েকে জানায়, তার মাকে হত্যা করেছে এবং সে মরে যাচ্ছে। তার কিছুক্ষণ পরে দুলাল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলে জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের কারণে স্ত্রীকে হত্যার পর স্বামী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তদন্ত শেষে হত্যা ও আত্মহত্যার কারণ জানা যাবে বলেও জানান ওসি। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।