- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৫ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষায় নতুন এক হাজার ৪৬৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ছয় হাজার ৩৬ জন। করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ১৭ হাজার ৪৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এক হাজার ৪৩৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা তিন লাখ ৩৫ হাজার ২৭ জন।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৬৪৬ জন (৭৬ দশমিক ৯৭ শতাংশ) এবং নারী এক হাজার ৩৯০ জন (২৩ দশমিক শূন্য ০৩ শতাংশ)।

বৃহস্পতিবার মারা যান ১৭ জন। শনাক্ত হন ১ হাজার ৮৪২ জন।