- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

গণমাধ্যমে মাশরাফীর করোনা জয়ের কথাটি মিথ্যা!

বিভিন্ন গণমাধ্যমে মাশরাফী করোনা জয়ের কথাটি নিয়ে নিউজ করেছে। নিউজটি মিথ্যা, এবং তিনি আহ্বান করেন যেন কেউ এসব নিউজ বিশ্বাস না করেন।

শনিবার (১১ জুলাই) মাশরাফীর ভেরিফাইড পেইজে এই পোষ্ট করেন তিনি। বাংলাদেশের সময় ডটকমের পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো-

 

আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।
পূর্বের ন্যায় আজকেও দেখলাম যে আমার করোনা টেস্ট নিয়ে অনেকে অনেক রিপোর্ট করেছেন। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এই যে দয়া করে আপনারা এসব নিউজ বিশ্বাস করবেন না। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা মন থেকে আমার জন্য দোয়া করেছেন। আপনাদের এই ভালোবাসা আমাকে দায়বদ্ধ করেছে যে আমার সঠিক সংবাদ আপনাদেরকে জানানো।
ইনশাআল্লাহ আগামীকাল আমিসহ আমার পরিবারের সবাই করোনা টেস্ট করাবো। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের এখানে জানিয়ে দিব।

আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।

উল্লেখ্য,মহামারি করোনাভাইরাসে গত ২০ জুন আক্রান্ত হন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজা। কয়েকদিন জ্বর থাকায় করোনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হন দেশসেরা এ অধিনায়ক।