- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

খুশকি ও চুলপড়া বন্ধ করবে করলা

চুলে খুশকি নেই এমন মানুষ পাওয়া দুষ্কর। খুশকির সঙ্গে চুল পড়ছে নিয়মিত। এ নিয়ে আপনার চরম দুশ্চিন্তা। কীভাবে দূর করবেন মাথার চুলে খুশকি আর চুলপড়া, তা আপনাকে ভাবিয়ে তুলছে। শুনতে অদ্ভুত মনে হলেও আপনার এ সমস্যা দূর করবে করলা। করলা ব্যবহার করে আপনি আপনার চুলপড়া ও খুশকির সমস্যা দূর করতে পারবেন।

নিয়মিত করলার রস খেলে দারুণ উপকার পাবেন। এতে চুলের যাবতীয় সমস্যা কমে যাবে। পাশাপাশি ত্বকের সমস্যাও এড়াতে পারবেন। এ ছাড়া একটা করলা মিক্সিতে বেটে এর রস বের করে নিন। নারিকেল তেলের সঙ্গে করলা রস ফুটিয়ে নিন। এই তেলটি আপনি চুলে নিয়মিত ব্যবহার করতে পারবেন। বাজারচলতি করলার তেলও ব্যবহার করতে পারেন।

আর করলা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। রোগমুক্ত জীবন কাটাতে সাহায্য করে এ সবজি। এমনকি করলা রস খেলে ভালো থাকে ত্বকও। কিন্তু এই আনাজ কি চুলের যত্ন নিতে পারে?

চলুন জেনে নেওয়া যাক, আপনার চুলপড়া ও খুশকি দূর করতে করলা যে উপকার করে—

চুলপড়া কমাতে সাহায্য করে করলা। কারণ করলার মধ্যে ভিটামিন এ ও সি রয়েছে, যা চুলের গোড়া মজবুত করে থাকে। করলায় অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা খুশকি দূর করে। এ ছাড়া করলা ব্যবহার করলে চুলের টেক্সচার উন্নত হয়। চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে। চুলের শুষ্ক ভাব কেটে যায় এবং চুল নরম হয়ে ওঠে। এমনকি চুলের অকাল পক্বতা রোধ করতেও সহায়তা করে করলা।

আর চুল পড়া বন্ধ করতে ব্যবহার করুন করলার মাস্ক। কারণ চুলের শুষ্ক ভাব দূর করতে করলার মাস্ক ব্যবহার আপনার চুল পড়া মুক্তি দিতে পারে। তাজা করলা নিয়ে তার রস বের করে নিন। এরপর পরিমাণমতো টকদই মিশিয়ে নিন। এই হেয়ার প্যাক চুলে ভালো করে লাগিয়ে ৪৫ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে নিলেই চুল হবে নরম ও সিল্কি।