- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

খুলনায় চিকিৎসকদের আলটিমেটাম, ডা. রকিব হত্যায় পাঁচ আসামি গ্রেফতার কর্মবিরতি শর্ত সাপেক্ষে স্থগিত

খুলনায় ডা. আবদুর রকিব খানকে হত্যায় জড়িত বাকি আসামিদের গ্রেফতার ও খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের দাবি জানিয়ে নতুন আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখা। চিকিৎসক নেতারা জানিয়েছেন, ৭২ ঘণ্টার মধ্যে এই দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। তবে রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে আপাতত চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। গতকাল দুপুরে খুলনা প্রেস ক্লাবে বিএমএ খুলনার সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এ সময় একের পর এক কর্মক্ষেত্রে এ ধরনের হামলার ঘটনায় উদ্বেগের কথা জানিয়েছেন চিকিৎসকরা। অবিলম্বে কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন তারা। এদিকে ডা. রকিব হত্যায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতার হওয়া সন্দেহভাজন আসামি খাদিজা বেগম। জানা যায়, রোগীর স্বজনদের হামলায় গুরুতর আহত খুলনার রাইসা ক্লিনিকের পরিচালক ডা. আবদুর রকিব খান মঙ্গলবার সন্ধ্যায় আবু না?সের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বাগেরহাট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ও ‘গরিবের ডাক্তার’ হিসেবে খ্যাত ছিলেন। এদিকে ওই হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে দ্রুত আসামিদের গ্রেফতার ও নিহতের পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করায় খুলনা সদর থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানিয়ে বুধবার থেকে টানা কর্মবিরতি শুরু করেন সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা। রোগী ও তার স্বজনরা এতে ভোগান্তিতে পড়েন। তবে বুধবার রাতে হত্যা মামলায় এজাহারভুক্ত চার আসামির মধ্যে তিনজন এবং সন্দেহভাজন আরও দুইজনকে গ্রেফতার করে পুলিশ। এ অবস্থায় গতকাল সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন চিকিৎসক নেতারা। খুলনা বিএমএর সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ জানান, ৭২ ঘণ্টার মধ্যে বাকি আসামিদের গ্রেফতার ও খুলনা থানার ওসিকে প্রত্যাহার করা না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে। তবে রোগীদের দুর্ভোগের কথা চিন্তা করে কর্মবিরতি আপাতত স্থগিত থাকবে। এদিকে খুলনা বিএমএর সভাপতি ডা. বাহারুল আলম জানান, কর্মক্ষেত্রে এসব ঘটনায় চিকিৎসকরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এতে তাদের পক্ষে স্বাভাবিক চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হয় না। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা বলেন, চিকিৎসকরা কর্মক্ষেত্রে মানসিক স্বস্তি নিয়ে কাজ করতে চান। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে এ জন্য প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। অন্যদিকে মামলার বাকি আসামিদের গ্রেফতারের আশ্বাস দিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির জানান, বুধবার রাতে গাজীপুরের টঙ্গী ও খুলনার রূপসা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি জমির, আবুল আলী, গোলাম মোস্তফা ও খাদিজাকে গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে গ্রেফতার হন আবদুর রহিম নামে আরও একজন। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে ডা. রকিব হত্যায় গ্রেফতার হওয়া সন্দেহভাজন আসামি খাদিজা বেগম (৪৫) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম এ জবানবন্দি রেকর্ড করেন। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানা পুলিশের উপ-পরিদর্শক বি এম মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় এজাহারভুক্ত আসামি আবদুর রহিমকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতার অপর তিন আসামি মো. জমির (৩৫), আবু আলী শেখ (৪৫) ও গোলাম মোস্তফাকে (৪৫) জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন