গতকাল ১৫ আগস্ট ছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৬তম জন্মদিন। এ উপলক্ষে তার আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় দলের পক্ষ থেকে সারা দেশে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের নিচতলায় আয়োজিত মাহফিলে শতাধিক নেতা-কর্মী অংশ নেন। ব্যানারে লেখা ছিল- ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য ও সুস্থতার কামনা, দেশবাসী ও দলের নেতা- কর্মীদের করোনা ও অন্যান্য রোগে মৃত্যুবরণে তাদের আত্মার মাগফিরাত কামনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা থেকে রেহাই পেতে দোয়া ও মিলাদ মাহফিল’। এতে প্রধান অতিথির বক্তৃতায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, খালেদা জিয়াকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে সাজা দেওয়া হয়েছে। তাকে এখন মুক্ত বলা হলেও কার্যত তিনি মুক্ত নন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ বক্তব্য রাখেন। মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম। রিজভী আহমেদ বলেন, আমরা অত্যন্ত দুঃসময়ে বসবাস করছি। আমাদের প্রাণপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে দীর্ঘ দুই বছর জেলে রাখা হলেও তিনি আপস করেননি। তিনি কোনো সংকটেই কখনো জনগণকে ছেড়ে যাননি। সূত্র: বাংলাদেশ প্রতিদিন