ক্রিশ্চিয়ানো রোনালদো, ফুটবল বিশ্বে এক উজ্জল তারকা। তারকা খ্যাতির পাশাপাশি তিনি একজন উদার মনের মানুষও বটে। বহুবার তাকে দেখা গেছে জটিল রোগে আক্রান্ত অনেকের সহায়তা করতে। এবার এ পর্তুগীজ মহাতারকা টমাস নামের সাত বছরের এক শিশুকে ক্যানসারের চিকিৎসা করার জন্য অর্থ সাহায্য করেছেন। তার সঙ্গে বান্ধবী জর্জিনা রদ্রিগুয়েজও রয়েছেন।

পর্তুগালের বাসিন্দা টমাস ২০১৯ সালে নিউরোব্লাস্টোমা নামক ক্যানসারে আক্রান্ত হয়। শিশুটির পরিবারে চিকিৎসার জন্য আবেদন করলে আবেদনে সাড়া দেন রোনালদো ও জর্জিনা।

ডেইলি মেইল জানিয়েছে, জর্জিনার বোন ইভানা বিষয়টি সবার সামনে তুলে ধরেন। ইন্সটাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘টমাস ক্যানসারের চিকিৎসার জন্য বার্সেলোনা যাচ্ছে।’

টমাসের মা-বাবা রোনালদো ও জর্জিনাকে ধন্যবাদ জানাতে ভোলেননি। ওই দম্পতি বলেছেন, ‘জর্জিনা ও ক্রিশ্চিয়ানো তোমাদের এত বড় হৃদয়ের জন্য ধন্যবাদ। তোমাদের সাহায্যের জন্য টমাসের চিকিৎসা হচ্ছে। কৃতজ্ঞতা।’

এর আগে ২০০৯ সালে রোনাল্ডোর মায়ের স্তন ক্যানসার হয়েছিল। সেই সময় পর্তুগালের একটি ক্যানসার সেন্টার তার মায়ের চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলেন। পরবর্তীকালে রোনালদো সেই ক্যানসার সেন্টারকে ১২ লাখ ইউরো অনুদান দিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী