- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

কেরানীগঞ্জে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের গোয়ালখালী এলাকার রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এলাকাবাসীর খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

পরে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে।

পুলিশের ধারণা কেউ তাকে হত্যা করে এখানে ফেলে গেছে। তার শরীরের বিভিন্ন অংশে লাল-ফুলা জখম রয়েছে। এখনো পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।