- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

কুমিল্লায় ৩৪ বোতল বিদেশি মদসহ আটক ১

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ৩৪ বোতল বিদেশি মদসহ মো. সজীব হোসেন (১৯) নামক একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১ (সিপিসি-২)।

১৬ ফেব্রুয়ারি শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন লালবাগ চৌমুহনী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

এ সময় ৩৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আটক আসামি সজীব কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার লালবাগ গ্রামের মো. ফিরোজ মিয়ার ছেলে।

র‌্যাব জানান, আটক আসামি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য বিদেশি মদ সংগ্রহ করে কুমিল্লা জেলায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব আরও জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যারের অভিযান অব্যাহত থাকবে। আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।