- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

কুমিল্লায় মাছবাহী পিকআপ উল্টে নিহত ৪

নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় মাছবাহী পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার (১২ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে চান্দিনার বেলাসর এলাকার আর এন আর পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভোলার মনপুরার  মনির হোসেন,  হাবিবুর রহমান, আক্তার হোসেন এবং সাতক্ষীরা জেলার সদর থানার রফিকুল ইসলাম।

ইলেটগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম মোল্লা জানান, নোয়াখালী থেকে ঢাকামুখী মাছবাহী ট্রাক চান্দিনার বেলাসর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ ট্রাকের উপরে থাকা চার শ্রমিক ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাদের প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।