- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

কুপিয়ে হত্যা করা হয়েছে স্বেচ্ছাসেবকলীগ নেতাকে

সেচ্ছাসেবকলীগ নেতা মাসুদুর রহমান শুভকে (৩৪) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ময়মনসিংহের গৌরীপুরে এ ঘটনা ঘটে।

মাসুদুর রহমান শুভ গৌরীপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও বিআরডিপি’র চেয়ারম্যান। তিনি পৌরসভার কালীপুর এলাকার বাসিন্দা। তিনি আগামী নির্বাচনে মেয়র পদে নির্বাচন করবেন বলে জানিয়ে ছিলেন।

শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর মধ্যবাজার এলাকায় তার চেম্বারের সামনে দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে ফেলে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মাসুদুর রহমান শুভকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, সেচ্ছাসেবকলীগ নেতা মাসুদুর রহমান শুভ তার নিজ চেম্বারেই বসে ছিল। বাসায় ফেরার উদ্দেশ্যে রাত সাড়ে ১০টার দিকে বাইরে বের হলে অজ্ঞাতরা কুপিয়ে ফেলে রেখে যায়। কে বা কারা কুপিয়েছে এ বিষয়ে কিছু জানা যায়নি। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ বিষয়ে থানায় এখনো মামলা হয়নি। তবে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।