- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

কিশোরগঞ্জ: দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২

দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ৩০ জন। আহতদের ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ।

আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ইটনা থানার ওসি মোর্শেদ জামান (বিপিএম) জানান, সকাল ৮টার দিকে মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন কমপক্ষে ৩০ জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।