- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

কাদের মির্জা জন্য ভোট চাইলেন এমপি একরামুল করিম

আবদুল কাদের মির্জা নয়, আমাদের দরকার নৌকার জয় মন্তব্য করে নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বলেন, আমি কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মানুষকে বলবো, আপনারা শেখ হাসিনার দিকে তাকিয়ে, ওবায়দুল কাদেরের দিকে তাকিয়ে, জেলা আওয়ামী লীগের দিকে তাকিয়ে নৌকা মার্কায় ভোট দেবেন। আমি নৌকার জন্য কোম্পানীগঞ্জের মানুষের কাছে ভোট ভিক্ষা চাচ্ছি।

তিনি আরও বলেন, একটা কথা মনে রাখবেন; সবাই ভুল করলে হবে না। আমরা জেলার নেতা, আমাদেরকে সব দিক দেখতে হবে। আমাদেরকে জেলার সব নৌকার প্রার্থীকে জেতাতে হবে। নৌকার জয় মানে বঙ্গবন্ধুর জয়। নৌকার জয় মানে শেখ হাসিনার জয়।

রোববার (১০ জানুয়ারি) বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি একরামুল করিম চৌধুরী এসব কথা বলেন।

এমপি একরামুল করিম চৌধুরী আরও বলেন, শহরে ইদানীং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে গেছে। এরা সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে হয়রানি করছে। এদেরকে কোনো সুবিধা করতে দেওয়া যাবে না। এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধসহ পুলিশ প্রশাসনকেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

আলোচনাসভায় আরো বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান একেএম সামছুদ্দিন আহমেদ জেহান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্ট প্রমুখ।

এর আগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিনের শুরুতে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।