- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

কলমাকান্দায় বিশ্ব আদিবাসী দিবস পালিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে।

রোববার সকালে নলছাপা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আদিবাসী উদযাপন কমিটি এই কর্মসূচির আয়োজন করেন।

এসকল অনুষ্ঠানে বালুচড়া ধর্ম পলি¬র ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তরূন কান্তি জাম্বিলের সভাপত্বিতে ও নিরন্তর বনোয়ারীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় নেতা কমরেড ডা. দিবালোক সিংহ। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা, সিপিবির দূর্গাপূর উপজেলা সভাপতি আলকাছ উদ্দিন মির, আদিবাসী নেতা পিয়ূস এল মানখিন, ডিএসকের আরএম সামছুল আলম খান, কারিতাস কর্মকর্তা লেমন মানখিন ও বারসিক কর্মকর্তা গুঞ্জন রেমা প্রমুখ।