- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

কর ফাঁকি দিলে ব্যাংক ঋণ নয়

কর ফাঁকির প্রমাণ পাওয়া গেলে ব্যাংক ঋণ পাবে না কেউ। কোনো ব্যক্তির আয়কর রিটার্ন দাখিলে প্রদর্শিত সম্পত্তির সঙ্গে গরমিল পাওয়া গেলে তাকে ব্যাংক ঋণ দেওয়া যাবে না। এমন সুপারিশ করে কেন্দ্রীয় ব্যাংকের কাছে চিঠি দিয়েছে মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বাংলাদেশ ব্যাংকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, আয়কর তথ্যে গরমিল পাওয়ার পরও যদি কোনো ব্যাংক কর্মকর্তা এনবিআরের গোয়েন্দা অধিদফতরকে না জানায়, তাহলে ওই ব্যাংক কর্মকর্তাও দায়ী হবেন।

এতে আরও বলা হয়েছে, করদাতা কর্তৃক ব্যাংকে দাখিলকৃত বার্ষিক বিবরণী বা অডিট রিপোর্ট যাচাই করে দাখিলপত্রে প্রদর্শিত টার্নওভারের মধ্যে কোনো অসঙ্গতি পাওয়া গেলে তা তাৎক্ষণিক অধিদফতরকে জানাতে বলা হয়েছে। কোনো ব্যক্তির অডিট রিপোর্ট ও দাখিলপত্রে প্রদর্শিত টার্নওভারের মধ্যে কোনো অসঙ্গতি পাওয়া গেলে তার ঋণও মঞ্জুর হবে না এমনটি জানাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন