- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

করোনা রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া আব্দুল মান্নান খন্দকার নামে এক করোনা রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) সকালে রাজধানীর আদাবরের হোসেন হাউজিংয়ের একটি কাঁঠাল গাছ থেকে তার তার ঝুলন্ত উদ্ধা করা হয়। আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমেন এই তথ্য নিশ্চিত করেন।

আদাবর থানার এই এসআই বলেন, ‘আদাবরের হোসেন হাউজিংয়ের একটি অ্যাপার্টমেন্টের কেয়ারটেকার হিসেবে কাজ করতেন আব্দুল মান্নান খন্দকার। স্ত্রী-সন্তানকে নিয়ে ওই অ্যাপার্টমেন্টের চিলেকোঠায় থাকতেন। তার স্ত্রী ও ছেলেও করোনায় আক্রান্ত। তারা ওই অ্যাপার্টমেন্টের বাসায় আইসোলেশনে রয়েছেন।’

এই পুলিশ কর্মকর্তা জানান, ‘‘করোনায় আক্রান্ত হয়ে আবদুল মান্নান ১৫ জুন মুগদা হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে থাকা অবস্থায় শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে তার স্ত্রীকে ফোন দিয়ে বলেন, ‘রাতে বাসা আসবো। আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। আমি হয়তো মরে যাবো।’ এরপর থেকে তার মোবাইলফোন বন্ধ ছিল। পরে সকালে তার শ্যালক মুসা হাসপাতালে গিয়ে আব্দুল মান্নানকে না পেয়ে পরে নার্সদের জিজ্ঞাসা করেন। নার্সরা তাকে জানান, রাতেই রোগী হাসপাতাল থেকে পালিয়ে গেছেন। সকালে অ্যাপার্টম্যানের পাশের একটি কাঁঠালগাছের সঙ্গে ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেন তার শ্যালক।’’

লাশ উদ্ধা করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই মোমিন।