- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

করোনা মোকাবিলায় আমেরিকা সফল!

করোনা মহামারি নিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো বাড়াবাড়ি করছে বলে অভিমত আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের।

বিবিসি জানায়, করোনা পরিস্থিতি নিয়ে মিডিয়ার ভূমিকার সমালোচনা করে ওয়াল স্ট্রিট জার্নালে একটি মতামত লিখেন মাইক পেন্স।

এতে তিনি জানান, করোনা নিয়ে ভীতি তৈরি করছে মিডিয়া। এমনকি মহামারীর দ্বিতীয় ধাক্কা নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে লিখছে তারা।
মার্কিন ভাইস-প্রেসিডেন্ট বলেন, সত্য কথা হচ্ছে মিডিয়া যাই বলুক না কেন, গোটা আমেরিকায় করোনা নিয়ন্ত্রণে আমাদের পদক্ষেপগুলো সফল। এই সাফল্য উদযাপনের বিষয়, মিডিয়ার উচিত নয় ভীতি তৈরি করা।

তিনি বলেন, আমরা সংক্রমণের মাত্রা কমাতে পেরেছি, অধিক ঝুঁকিতে থাকা মানুষদের আমরা সেবা দিয়েছি, আমরা জীবন বাঁচিয়েছি এবং করোনা মোকাবিলায় একটি শক্ত ভিত্তি তৈরি করেছি।

অধিকাংশ বিশেষজ্ঞদের মতে, মৃতের সংখ্যা এক লাখ পার হয়ে গেলেও যুক্তরাষ্ট্রে এখনও করোনার প্রথম ধাক্কায় আছে

তাদের মতে, নিউ ইয়র্ক ও নিউ জার্সির মতো অঙ্গরাজ্যগুলোতে যখন করোনা পরিস্থিতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে এখন সংক্রমণ কমে আসছে সেখানে দক্ষিণাঞ্চলের অন্যান্য মার্কিন অঙ্গরাজ্যগুলোতে সবেমাত্র সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড হচ্ছে।

এদিকে করোনা পরিস্থিতির মধ্যেও শনিবার একটি নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং পেন্স। সামাজিক দূরত্ব মেনে চলার সতর্কতা থাকা সত্ত্বেও ওকলাহোমার তুলসাতে সেই সমাবেশে বিপুলসংখ্যক ট্রাম্প সমর্থক অংশ নিতে অপেক্ষা করছে।

সমালোচকেরা বলছেন, মহামারী ঠেকানোর পরিবর্তে প্রেসিডেন্ট ট্রাম্প অর্থনীতি সচল রাখার দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। করোনার চেয়ে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনই বেশি গুরুত্ব পাচ্ছে তার কাছে।

করোনায় একক দেশ হিসেবে একমাত্র যুক্তরাষ্ট্রেই লক্ষাধিক লোক মারা গেছেন। দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৯ হাজার। আক্রান্তের তালিকাতেও শীর্ষে দেশটি। এখন পর্যন্ত ২২ লাখ ১৫ হাজার মানুষের মধ্যে ভাইরাসটি সংক্রমিত হয়েছে।