- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

করোনা: ব্যালন ডি অর এ বছর দেয়া হবে না

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ২০২০ সালের ফুটবলের বার্ষিক সবচেয়ে বড় পুরস্কার ব্যালন ডি অর দেওয়া হবে না। ফরাসি ফুটবল সংস্থা সোমবার (২০জুলাই) এমনটা জানিয়েছে । এরকম সিদ্ধান্ত নেয়ার কারণ হলো, করোনার কারণে মাঠে সেভাবে খেলা হয়নি তাই এই মৌসুমে সঠিক যাচাই-বাছাই করা সম্ভব হবে না। যার ফলে এবছর ব্যালন ডি অর দেয়া থেকে বিরত থাকা হবে।

১৯৫৬ সাল থেকে ফ্রান্স ফুটবল মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত করে আসছে।

করোনাভাইরাসের কারণে মার্চের শেষে সারাবিশ্বে ফুটবল লিগ বন্ধ হয় যায়। স্থগিত হয়ে যায় চ্যাম্পিয়নস লিগের খেলাও। আগস্টে নতুন ফরমাটে তা আবার শুরু হওয়ার কথা রয়েছে। এই রকম নানান বাধা বিপত্তির মধ্যেই ব্যালন ডি অর না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফরাসি ফুটবল সংস্থা।