- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

করোনা: বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৮ লাখ ছাড়াল,শনাক্ত ২ কোটি ৩১ লাখ

বিশ্বজুড়ে প্রাণঘাতি মহামারি করোনায় মৃতের সংখ্যা ৮ লাখ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় আরো ৫ হাজার ৮শ’লোকের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে আড়াই লাখ। ফলে মোট আক্রান্ত ২ কোটি ৩১ লাখের বেশি।

শুক্রবার দিনের সর্বোচ্চ ১১শ’র বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। মোট প্রাণহানি এক লাখ ৭৯ হাজারের বেশি। আক্রান্ত ৫৮ লাখ মানুষ।

এদিন এক হাজারের বেশি মানুষ মারা গেছেন ব্রাজিলে। দেশটিতে মোট প্রাণহানি ১ লাখ সাড়ে ১৩ হাজার। আক্রান্ত ৩৫ লাখ ৩৬ হাজারের বেশি।

কয়েকদিনের ধারাবাহিকতায় রোগী শনাক্তে শীর্ষে ভারত। একদিনে ৬৯ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে করোনাভাইরাস। মোট আক্রান্ত পৌনে ৩০ লাখ। নতুনভাবে সাড়ে ৯শ’ মৃত্যু রেকর্ড হওয়ায় মোট প্রাণহানি ৫৬ হাজার ছুঁইছুঁই।

মেক্সিকোতে এ পর্যন্ত মারা গেছেন প্রায় ৫৬ হাজার মানুষ। রেকর্ড প্রায় ৪শ’ মৃত্যু হয়েছে কলম্বিয়ায়।