- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

করোনা বাড়ছে জ্যামিতিক হারে

খুলনায় ভয়াবহভাবে বাড়ছে করোনা সংক্রমণ। গত ৩১ মে বিভাগের দশ জেলায় করোনা শনাক্ত হয়েছিল ৫১৯ জন। গতকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৭৯ জন। এর মধ্যে গত এক সপ্তাহের ব্যবধানে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৫০ শতাংশ। শুধু খুলনা জেলায় এক সপ্তাহে শনাক্তের সংখ্যা বেড়েছে ১০১ জন। এদিকে জনসংখ্যা অনুপাতে আক্রান্তের আধিক্য বিবেচনায় খুলনা বিভাগের ছয় জেলাকে রেড জোনে চিহ্নিত করা হয়েছে। করোনা বিস্তার ঠেকাতে এসব এলাকায় আবারও লকডাউন ঘোষণা হতে পারে। গতকাল খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা এ তথ্য জানিয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, খুলনা বিভাগে আক্রান্তদের মধ্যে মৃত্যুহার ১ দশমিক ৫৪ ভাগ। সুস্থ হওয়ার হার ৪২ দশমিক ৩৬ শতাংশ। এ পর্যন্ত খুলনা জেলায় ১৭৯, বাগেরহাটে ৪২, সাতক্ষীরা ৫৩, যশোরে ১৩১, ঝিনাইদহ ৫৫, মাগুরা ৩৮, নড়াইলে ৩১, কুষ্টিয়ায় ১১১, চুয়াডাঙ্গা ১১৩, মেহেরপুরে ২৬ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় ৪, বাগেরহাটে ২, যশোরে ১, নড়াইলে ২, চুয়াডাঙ্গায় ১ ও মেহেরপুরে ২ জন মারা গেছেন। বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদা সুলতানা বলেন, জনসংখ্যা অনুপাতে আক্রান্তের হার বিবেচনায় বিভাগের খুলনা, চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরা জেলাকে রেড জোনে চিহ্নিত করা হয়েছে।

করোনা বিস্তার ঠেকাতে এসব এলাকায় লকডাউন ঘোষণা হতে পারে। এ ছাড়া কুষ্টিয়া, বাগেরহাট ও মাগুরা জেলা ইয়োলো জোনে এবং ঝিনাইদহ রয়েছে গ্রিন জোনে। তিনি জানান, করোনাভাইরাসের বিস্তার রোধে বিভাগে এ পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ৩৪ হাজার ২৭১ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন শেষ করেছেন ২৮ হাজার ৯৫২ জন। এ ছাড়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ৩ হাজার ৩৮৩ জনকে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন