- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

করোনা থেকে সুস্থ বিশ্বের ২ কোটির বেশি মানুষ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে অসংখ্য মানুষের। যদিও ভাইরাসটির উৎপত্তি চীন থেকে কিন্তু ভাইরাসটি ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। তবে আশার খবর হলো, ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর বিশ্বজুড়ে সুস্থ হয়েছেন ২কেটির বেশি মানুষ। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৯৮ হাজার মানুষ।

গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৮৬ হাজার ২৫২ জন। আর বিশ্বে করোনায় মারা গেছেন ৯ লাখ ৭ হাজারের বেশি মানুষ।

এদিকে, ভারতে ২৪ ঘণ্টায় আবারও রেকর্ড ৯৫ হাজারের বেশি শনাক্ত হয়েছে। এ নিয়ে ভারতে মোট শনাক্তের সংখ্যা সাড়ে ৪৪ লাখ ছাড়িয়েছে। আর মারা গেছে ৭৫ হাজারের বেশি মানুষ।

করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক এখনও তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৬৫ লাখ ৪৯ হাজার ৪৭৫ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ২৩৯ জনের।

সংক্রমণের দিক ভারত তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে আসলেও মৃতের সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৪১ লাখ ৯৯ হাজার ৩৩২ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ৬৫৩ জনের।