- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

করোনা থেকে দেশ এবং বিশ্ব একদিন মুক্তি পাবেই: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত।

ঢাকা: দেশ এবং বিশ্ব মহামারি করোনা থেকে একদিন মুক্তি পাবেই। বাংলাদেশ অদৃশ্য এই শক্তির বিরুদ্ধে জয়ী হবেই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে মনোবল না হারানোর আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বানৌজা ‘সংগ্রাম’ এর কমিশনিং অনুষ্ঠানে এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাচ্ছিল ভালোভাবে। আমরা দারিদ্র্যের হার ৪০ থেকে ২০ ভাগে নামিয়ে এনেছিলাম। আমাদের প্রবৃদ্ধি ৮.১ ভাগে উন্নীত হয়েছিল। কিন্তু এক অদৃশ্য অশুভ শক্তির আক্রমণে গোটা বিশ্ব আজ স্থবির। কেউ এর বিরুদ্ধে লড়াই করতে পারছে না। সামরিক শক্তি ও অর্থনীতিতে শক্তিশালী কিংবা দরিদ্র সবার একই অবস্থা।

শেখ হাসিনা বলেন, আমরা চাই এই অবস্থা থেকে মুক্তি। সবাইকে বলব, নিজে সুরক্ষিত থাকুন এবং অন্যকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন।

এসময় নৌবাহিনীর উন্নয়নে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। তবে যদি কেউ হামলা করে এর যথাযথ জবাব যেন দেয়া যায় সেই প্রস্তুতিও থাকতে হবে। এজন্য যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক জ্ঞানসম্পন্ন সামরিক বাহিনী গড়ে তুলতে তার সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী।