- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

করোনা আক্রান্ত এমবাপে

পিএসজির নেইমার, আনহেল দি মারিয়া ও লেয়ান্দ্রো পারেদেসসহ আগের সাত খেলোয়ারের সাথে নতুন করে করোনা মিছিলে যুক্ত হয়েছে ফ্রান্সের কিলিয়ান এমবাপে। তাই স্বাভাবিকভাবেই উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

[৩] ফ্রান্স ফুটবল ফেডারেশন সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। দল ছেড়ে তিনি বাসায় ফিরে গেছেন। নেশন্স লিগে গত শনিবার সুইডেনের বিপক্ষে দলের জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন এমবাপে। তাকে হারানো ফ্রান্সের জন্য তাই বড় ধাক্কা। প্যারিসে মঙ্গলবার মুখোমুখি হবে ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন্স ফ্রান্স ও রানার্সআপ ক্রোয়েশিয়া। – ইন্ডিয়ান এক্সপ্রেস