- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

করোনায় মৃত্যু আরও এক চিকিৎসকের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রফিকুল হায়দার নামে একজন চিকিৎসক ও মো. আব্দুস সবুর নামে একজন ব্যাংকার মারা গেছেন। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসক রফিকুল হায়দার (৫২) শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে গত রবিবার নমুনা পরীক্ষা করান। পরদিন তার রিপোর্টে দেখা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এরপর মিরপুরের পল্লবীর বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। বুধবার রাতে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। রাতেই কোয়ান্টাম ফাউন্ডেশনের সেচ্ছাসেবকদের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে ডা. রফিকুল হায়দারের জানাজা শেষে তাকে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। ডা. রফিকুল হায়দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর গ্রামের মোহাম্মদ সুফিয়ানের ছেলে ডা. রফিকুল হায়দার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন। দীর্ঘদিন ধরেই তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কমর্রত ছিলেন। এ দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সোনালী ব্যাংকের আগারগাঁও শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আব্দুস সবুর। গতকাল দুপুর সাড়ে ১২টায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সোনালী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান জাকির হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আব্দুস সবুর কভিড-১৯ আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিলেন। গতকাল শ্বাসকষ্টসহ অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে দুপুর সাড়ে ১২টায় দিকে তিনি মারা যান।’ এ নিয়ে সোনালী ব্যাংকের সাত জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এবং আরও দেড় শতাধিক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জনসংযোগ শাখা থেকে জানানো হয়।সূত্র: বাংলাদেশ প্রতিদিন