- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

করোনায় বিয়ে করলে যেভাবে সুরক্ষিত থাকবেন

শীত এলেই দেশে বিয়ের ধুম পড়ে যায়। তবে এ বছর করোনা মহামারি দেখা দেয়ায় অনেকে যেমন বিয়ে পিছিয়েছেন, তেমনি এই দীর্ঘ অবসরের সুযোগে অনেকেই বিয়েটা সেরে নিয়েছেন বা নিচ্ছেন। বিভিন্ন কড়াকড়ির মধ্যেও বিয়েতে অনেকে জমকালো অনুষ্ঠান করছেন।

করোনার মধ্যেই যদি কারও বিয়ের অনুষ্ঠান থাকে, তা হলে কিছু বিষয় অবশ্যই মেনে চলা উচিত। কারণ শীতে করোনার সংক্রমণ বেড়েই চলছে।

আসুন জেনে নিই সংক্রমণ এড়াতে কী করবেন:

# বিয়ের অনুষ্ঠানে অবশ্যই মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। প্রত্যেকের মুখেই যাতে মাস্ক থাকে, সেদিকে খেয়াল রাখা জরুরি।

# অতিথিদের খাবারের ব্যবস্থা নিরাপদ দূরত্ব বজায় রেখে করতে হবে। ক্যাটারিংয়ের জন্য এমন কাউকে ঠিক করতে হবে, যিনি পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখবেন।

# মহামারির সময়ে বিয়ের পরিকল্পনা থাকলে অতিথিদের সংখ্যা কাটছাঁট করুন। নিমন্ত্রিতদের তালিকায় শুধু কাছের লোকদেরই রাখুন।

# করোনার এ সময়ে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলুন। সরকারি নির্দেশিকা অনুসারে কতজন লোককে অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করা যাবে সেটিও মানার চেষ্টা করুন।