- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

করোনায় বিশ্বে মৃত্যু ৪ লাখ ৯৬ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় কোটি। ওয়ার্ল্ডেোমিটারের তথ্য অনুসারে শনিবার (২৭জুন) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৯ লাখ ৪ হাজার ৯৬৩ জন। আর এ সময়ে সারাবিশ্বে মারা গেছেন ৪ লাখ ৯৬ হাজার ৮৬৬ জন। আর সুস্থ হয়েছেন ৫৩লাখ ৫৭ হাজার ৭৭৮জন।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ৫২ হাজার ৯৫৬জন আর মৃত্যু হয়েছে ১ লাখ ২৭ হাজার ৬৪০জন মানুষের।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের দেশ ব্রাজিল। সেখানে ১২ লাখ ৮০ হাজার ৫৪জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মৃত্যুর দিক দিয়েও দেশটি দ্বিতীয়। শনিবার (২৭জুন) পর্যন্ত সেখানে মারা গেছে ৫৬ হাজার ১০৯ জন।

করোনাভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এখনো কোনো সুসংবাদ দেয়া হয়নি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, করোনার ভয়াবহতা এখনো আছে এবং আরো বেশি ঝুঁকি নিয়ে তা ছড়াচ্ছে।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।