- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

করোনায় দুর্ভিক্ষ মোকাবিলায় সরকার সজাগ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারিতে বিশ্বে দুর্ভিক্ষের আশঙ্কা থাকলেও দেশে যেন সেই পরিস্থিতি না হয়- সেজন্য সজাগ আছে সরকার। শুক্রবার ফরেন সার্ভিস একাডেমির নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় দৃশ্যমান হচ্ছে উন্নয়ন, যার সুফল পাচ্ছে জনগণ।

করোনা পরিস্থিতিতে রাজনৈতিক কূটনীতির পরিবর্তে অর্থনৈতিক কূটনীতিতে জোর দেয়ার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে যেন কোনো খাদ্য ঘাটতি দেখা না যায় সে লক্ষ্যে খাদ্য উৎপাদন, মজুত ও সরবরাহে সরকার সাধ্যমতো চেষ্টা করছে বলে জানান তিনি।

১৯৭৪ সালে ২৫ সেপ্টেম্বর; জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক ওই ভাষণের ৪৬তম বার্ষিকীতে পররাষ্ট্র মন্ত্রণালয় ভার্চুয়াল এ অনুষ্ঠানের আয়োজন করে। বক্তব্যে ওঠে আসে করোনা মহামারি প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, দেশে যেন দুর্ভিক্ষের মতন পরিস্থিতি না হয়, সেজন্য খাদ্য নিরাপত্তার পাশাপাশি অর্থনীতি চাঙ্গা রাখতে নেয়া হয়েছে নানা পদক্ষেপ।

করোনা মোকাবিলায় পুরো বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ওপর এদেশের মানুষের আস্থা আছে বলেই বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকার সুফল পাচ্ছে জনগণ।

মুজিববর্ষে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই মূল লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।