- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

করোনায় আরো ৩৮জনের মৃত্যু, আক্রান্ত ২৫২০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট মারা গেছেন ২ হাজার ৮৭৪ জন।

আর করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ৫২০ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন দুই লাখ ২১ হাজার ১৭৮ জন।

শনিবার (২৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে সবাইকে, বিশেষ করে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান ডা. নাসিমা। এছাড়াও কোন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসলে তাদের অবশ্যই নমুনা পরীক্ষার পরামর্শ দেন তিনি।