- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

করোনায় আক্রান্ত চিত্রনায়িকা শিল্পী

পরিবারের ৩৫ জনসহ করোনায় আক্রান্ত হয়েছেন ঢালিউডের একসময়ের আলোচিত চিত্রনায়িকা শিল্পী। তাদের কেউ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, কেউ বাসায় আইসোলেশনে আছেন আবার কেউ দ্বিতীয়বার করোনা পরীক্ষা করাবেন। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তারা। ধারণা করা হচ্ছে সেখান থেকেই অভিনেত্রী সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথম দিকে একজন, দুজন করে পুরো পরিবারই আক্রান্ত করোনায়। এমনটাও জানিয়েছেন এ অভিনেত্রী।

শিল্পী বলেন, আমার স্বামীর ১০ ভাইবোন। তাদের বউ, ছেলে, মেয়ে, নাতি–নাতনিসহ প্রায় সবাই আক্রান্ত। বিয়ের অনুষ্ঠান থেকে এসেই সবাই আক্রান্ত হয়েছেন। একটা ঝড় গেছে আমাদের পরিবারের ওপর।

গত ২৮ নভেম্বর করোনায় আক্রান্ত হয়েছিলেন শিল্পী। প্রথমে বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ না হওয়ায় পরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। করোনায় তার ফুসফুস আক্রান্ত হয়েছিল। সম্প্রতি হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি এখনো। আরও দুই মাস বিশ্রামে থাকতে হবে এ অভিনেত্রীকে।

বাংলা সিনেমায় অশ্লীলতার পর্ব শুরু হলে অভিনয় ছেড়ে দেন শিল্পী। তার সবশেষ সিনেমা মুক্তি পায় ২০০১ সালে। ১৯৯৫ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেন শিল্পী। ৫ বছরের ক্যারিয়ারে প্রায় ৩৫টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। শিল্পী অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘প্রিয়জন’, ‘বাবা কেন চাকর’, ‘শেষ প্রতীক্ষা’, ‘মুক্তি চাই’, ‘লাভলেটার’, ‘বীর সন্তান’, ‘মিথ্যার মৃত্যু’, ‘দোস্ত আমার দুশমন’, ‘গৃহবধূ’, ‘কে আমার বাবা’, ‘রাজপথের রাজা’, ‘শক্তের ভক্ত’, ‘সুজনবন্ধু’ ইত্যাদি উল্লেখযোগ্য।