- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

করোনামুক্ত নাসিম ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে, আগের চেয়ে ভালো জাফরুল্লাহ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। মেডিকেল বোর্ড আরও ৭২ ঘণ্টা মোহাম্মদ নাসিমকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আগের চেয়ে ভালো বোধ করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তবে ফুসফুসে গুরুতর নিউমোনিয়া সংক্রমণ নিয়ে গতকাল একটি অনলাইন মেডিকেল বোর্ড গঠন করা হয়। মোহাম্মদ নাসিমের চিকিৎসা প্রসঙ্গে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সিইও ডা. আল ইমরান চৌধুরী গতকাল সাংবাদিকদের বলেন, দ্বিতীয়বার পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নেগেটিভ এসেছে। আজ বুধবার আবারও তার নমুনা পরীক্ষা করা হবে। তবে তার শরীরের অবস্থা অপরিবর্তিত রয়েছে। মেডিকেল বোর্ড আরও ৭২ ঘণ্টা মোহাম্মদ নাসিমকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সোমবার রাতে সাত সদস্যের মেডিকেল বোর্ডের ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছেন তাকে আরও ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

মোহাম্মদ নাসিমের ব্রেনের সিটিস্ক্যান করা হয়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, এখন আপাতত সিটিস্ক্যান করানো হবে না। কারণ ওনার যে সাপোর্টগুলো আছে, সেগুলো সরালে সমস্যা হতে পারে। এ সময় মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা নিয়ে মেডিকেল বোর্ডের সদস্যরা আশাবাদী বলেও জানান আল ইমরান চৌধুরী। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, মোহাম্মদ নাসিমের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, ডাক্তাররা পর্যবেক্ষণ করছেন। যেহেতু তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি, তাই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত এখনো হয়নি। এদিকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসক অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি গতকাল জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর কভিড-১৯ এবং গুরুতর নিউমোনিয়া সংক্রমণ নিয়ে একটি অনলাইন মেডিকেল বোর্ড গঠিত হয়। সেখানে দেশ-বিদেশের বিভিন্ন চিকিৎসকরা অংশগ্রহণ করেন। তার সার্বিক অবস্থা স্থিতিশীল এবং অক্সিজেন গ্রহণের মাত্রা অবনতি হয়নি। তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন। তিনি নিজে খাবার গ্রহণ করছেন। এ ছাড়াও তার নিয়মিত ডায়ালাইসিস এবং চেস্ট ফিজিওথেরাপি চলছে। ডা. জাফরুল্লাহ চৌধুরী নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালের অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজীব মোহাম্মদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।