- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

করনেলার বিপক্ষে দুই গোলে বার্সেলোনার জয়

বার্সেলোনা ২-০ গোলে জয় পেয়েছে করনেলার বিপক্ষে। রোনাল্দ কোম্যানের শিষ্যরা এ জয়ের মধ্য দিয়ে কোপা দেল রে’র শেষ ষোলো নিশ্চিত করলো।

বৃহস্পতিবার নির্ধারিত সময়ে দুটি পেনাল্টি ঠেকিয়ে দেন করনেলার গোলরক্ষক র‌্যামন জুয়ান র‌্যামিরেজ। অতিরিক্ত সময়ে খেলা গড়ালে একটি করে গোল তুলেন উসমানে ডেম্বেলে ও মার্টিন ব্রাথওয়েট।

নিষেধাজ্ঞার কারণে লিওনেল মেসি এদিন ছিলেন না মাঠে। পুরো ম্যাচেই তৃতীয় টায়ারের দলটির গোলরক্ষক র‌্যামিরেজ দুর্দান্ত সব সেভ করেছেন।

৩৯ মিনিটে মিরালেম পিয়ানিচ শট নিলে রুখে দেন ২১ বছর বয়সী র‌্যামিরেজ। ৮০ মিনিটের মাথায় আবারও পেনাল্টি পায় বার্সা। এবার ডেম্বেলের শট ঠেকিয়ে দেন করনেলা গোলরক্ষক।

খেলা গড়ায় অতিরিক্ত সময়। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে একক নৈপুণ্যে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল তুলেন দেম্বেলে। একেবারে শেষ মুহূর্তে গিয়ে দ্বিতীয় গোলটি তুলে নেন ব্রাথওয়েট।