কক্সবাজারের টেকনাফে শরণার্থী শিবিরে ‘আধিপত্য বিস্তারের জেরে’ রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) ভোর রাত ৩টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজারস্থ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম।

নিহত নুর হাকিম (২৭) টেকনাফের চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হোসেন আলীর ছেলে।

এসপি তারিকুল বলেন, ভোর রাতে টেকনাফের চাকমারকূল ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে।

‘খবর পেয়ে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। আহতদের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।’

এসপি বলেন, রোহিঙ্গা ক্যাম্পের এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ ছাড়া এপিবিএনের বিভিন্ন চেকপোস্টে নজরদারি জোরদার করা হয়েছে।

ঘটনায় জড়িতদের গ্রেফতার পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তারিকুল।

এসপি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।