- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ওজুর পানিও পাচ্ছে না গাজার মুসলিমরা!

আন্তর্জাতিক ডেস্ক:কঠোর অবরোধ ও অবিরাম হামলার মধ্যে থাকা গাজাবাসী ফিলিস্তিনিরা অনাহারে ভুগতে ভুগতে দুর্ভিক্ষের প্রান্তে চলে গেছে। পবিত্র মাহে রমজান মাসেও তারাবি নামাজ পড়ার জন্য মিলছে না মসজিদ, এমনকি ওযু করার মতো পানিও পাচ্ছে না গাজার মুসলমানরা।

গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানায়, গাজায় অবস্থিত এক হাজার ২০০ মসজিদের মধ্যে অন্তত এক হাজার মসজিদ গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। গত ৭ অক্টোবরের পর ইসরায়েলের হামলায় ইমাম, মুয়াজ্জিন ও হাফেজসহ শতাধিক ধর্মীয় ব্যক্তিত্ব নিহত হয়েছেন। ক্ষুধায় বেপরোয়া হয়ে ওঠা লোকজন ত্রাণের জন্য হাহাকার করছে। ত্রাণবাহী ট্রাক দেখলেই ঝাঁপিয়ে পড়ছে, ত্রাণের জন্য হুড়োহুড়ি করছে।

গাজার বাসিন্দারা জানায়, রমজান মাসের তারাবি নামাজের জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না, কারণ মসজিদগুলো ধ্বংস করা হয়েছে। এমনকি ওযু করার জন্যও মিলছে না পানি।