
পর্যায়ক্রমে সকল আন্তঃনগর ট্রেন আগামী ১৫ আগস্টের পর থেকে চালু হতে যাচ্ছে। রেল যোগাযোগ করোনাভাইরাস মহামারির কারণে দুই মাসেরও বেশি সময় বন্ধ ছিল । পরে অন্যান্য গণপরিবহনের পাশাপাশি গত ৩১ মে থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হয়।
আজ রোববার (৯ আগস্ট) রোববার রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান জানান, বর্তমানে ৩৪টি আন্তঃনগর ট্রেন (আপ এবং ডাউন) চালু আছে। আগামী ১৬ থেকে ৩০ আগস্টের মধ্যে পর্যায়ক্রমে ১০০টি আন্তঃনগর ট্রেন চালু করা হবে।
উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবিলায় গত ২৫ মার্চ থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে স্বাভাবিক ছিল মালবাহী ট্রেন চলাচল। পরবর্তীতে ৩১ মে থেকে সীমিত পরিসরে অন্যান্য গণপরিবহনের পাশাপাশি কিছু সংখ্যক ট্রেনও চলাচল করছে।
৩১ মে ঢাকা থেকে বিভিন্ন রুটে আট জোড়া ট্রেন চলাচল শুরু করে। এরপর ৩ জুন থেকে আরও ১১ জোড়া ট্রেন চলাচল শুরু হয়।