- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

এসি মিলানকে হারিয়ে শেষ আটে ম্যানইউ

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ওঠেছে। এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে দলটি। বৃহস্পতিবার রাতে চোট থেকে ফিরেই একমাত্র গোলটি করেন ম্যানইউর ফঁরাসি স্ট্রাইকার পল পগবা।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই কোনও গোলের দেখা মিলেনি। দ্বিতীয়ার্ধে এক মিনিটের মাথায় মার্কাস রাশফোর্ডের জায়গায় মাঠে নামেন পল পগবা। ৪৮ মিনিটের মাথায় ম্যানইউকে এগিয়ে দেন ফঁরাসি এই স্ট্রাইকার।

৬ ফেব্রুয়ারির পর প্রথম মাঠে নেমে পল পগবা বাজিমাত করেন। পিছিয়ে পড়ার পর ইব্রাহিমোভিচকে মাঠে নামান মিলান। ৭৪ মিনিটে গোলটি করে ফেলেছিলেন সুইডিশ তারকা কিন্তু সে গোলটিও করতে পারেনি। এক গোল করে দুই দলই আর কোনও সুযোগ নিতে পারেনি। শেষ মিনিট পর্যন্ত ম্যানইউ’র ওপর চাপ প্রয়োগ করে খেলে মিলান। জয় নিয়ে মাঠ ছাড়েন ম্যানইউ।