- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

এলাকা নির্ধারণ করে দিলে লকডাউন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীতে কোন এলাকায় করোনা আক্রান্ত ব্যক্তি রয়েছেন সে তথ্য স্বাস্থ্য অধিদফতরের কাছে আছে। তারা এলাকা নির্ধারণ করে ম্যাপিং করে দিলে আমরা সে এলাকার জীবন-জীবিকার খেয়াল রেখে লকডাউনের ব্যবস্থা করব। আমাদের কাছে তথ্য না থাকায় আমরা কাজ এগিয়ে নিতে পারছি না। তিনি আরও বলেন, প্রথমদিকে আক্রান্ত রোগীর ঠিকানা কাউন্সিলরদের দেওয়ার কথা ছিল। তাহলে তারা এলাকা নির্ধারণ করে লকডাউন করতে পারতেন। পূর্ব রাজাবাজার লকডাউন করে আমাদের অভিজ্ঞতাও হয়েছে। আমাকে প্রথমে বলা হয়েছিল রাজাবাজার লকডাউন করতে। তখন স্বাস্থ্য অধিদফতর, আইইডিসিআর এবং সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে বললাম ওই এলাকা ঘুরে এসে সিদ্ধান্ত নিতে। এলাকা ঘুরে দেখা গেল পূর্ব রাজাবাজার লকডাউন করতে হবে। সেখানে অনেকে মাঝরাতে পিৎজা আবদার করছেন আবার কেউ বিপদে পড়ে ওষুধ চাইছেন। তাই লকডাউন করার আগে ওই এলাকার মানুষের জীবন-জীবিকার দিকেও নজর দিতে হবে। মেয়র আতিকুল ইসলাম আরও বলেন, ম্যাপ করে দিলে আমরা সে অনুযায়ী কাজ এগিয়ে নিতে পারব। আমি এর মধ্যে কাউন্সিলরদের অনেকের সঙ্গে মিটিং করেছি। এ ছাড়া সবাইকে স্ট্যান্ডার্ড অপারেশনস প্রসিডিউর (এসওপি) পড়ার জন্য পাঠিয়েছে। যাতে তারা জানতে পারেন আমাদের করণীয় সম্পর্কে। আমরা যেহেতু টেকনিক্যাল বিষয় বুঝব না তাই স্বাস্থ্য অধিদফতরের তথ্যের জন্য অপেক্ষা করছি। রাজস্বের কথা চিন্তা না করে ডিএনসিসি মার্কেটকে আমরা হাসপাতাল করার জন্য দিয়েছি। মানুষও আমাদের কাজে সহযোগিতা করছে। সবাই মিলে করোনা মহামারী থামাব, মানুষের পাশে দাঁড়াব, এটাই প্রত্যাশা।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন