- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

এবার আইপিএল ছাড়লেন হরভজন সিং

একের পর এক দল ছাড়ার হিড়িক পড়েছে আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ত্রয়োদশ আসর শুরুর আগেই । এবারের আসর সংযুক্ত আরব আমিরাতে চলতি মাসেই শুরু হচ্ছে ।

ভারতে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় দেশটির ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়ার। তাতেও অবশ্য রক্ষা মেলেনি এই মহামারি ভাইরাস থেকে। চেন্নাই সুপার কিংসের দুই খেলোয়াড়সহ মোট ১৩জন আক্রান্ত হন করোনায়। এমন খবর আসতে না আসতে ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়েন চেন্নাইয়ের অন্যতম খেলোয়াড় সুরেশ রায়না।

এরপর মুম্বাই ইন্ডিয়ানস ছাড়েন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। তিনিও ব্যক্তিগত কারণে দল ছেড়েছেন বলে জানিয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। মালিঙ্গা খেলবে না জানিয়ে দেয়ার পর মুম্বাই ইন্ডিয়ানস জানায় অস্ট্রেলীয় পেসার জেমস প্যাটিসনকে দলে নেয়ার কথা।

এবার চেন্নাই সুপার কিংসের স্পিনার হরভজন সিং জানিয়েছেন, তিনিও খেলছেন না এবারের আইপিএল। হরভজনের দলচ্যুত হবার কারনও ব্যক্তিগত।