- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

এবারের এশিয়া কাপ বাতিল: সৌরভ

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন, এ বছরের এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে। তিনি ইনস্টাগ্রাম লাইভ সেশনে জানিয়েছেন, ‘সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিলো। কিন্তু তা বাতিল হয়ে গিয়েছে।’ এবিপি আনন্দ।

এবারের এশিয়া কাপ হওয়ার কথা ছিলো পাকিস্তানে। পরবর্তীকালে ভারতের আপত্তির জেরে ৬-দলের এই প্রতিযোগিতা সংযুক্ত আরব আমিরশাহীতে হতে পারে বলে শোনা যাচ্ছিলো। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের জেরে শেষপর্যন্ত আর হচ্ছেই না এই টি-২০ প্রতিযোগিতা। এরপর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপও অনিশ্চিত। ফলে সেই সময় আইপিএল আয়োজন করতে পারে বিসিসিআই।

সৌরভ এশিয়া কাপ বাতিল হওয়ার কথা ঘোষণা করে দিলেও, পিসিবি কিন্তু এখনো পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেনি। পিসিবি সিইও ওয়াসিম খান এর আগে জানান, আইপিএল-এর জন্য যদি এশিয়া কাপের সূচিতে বদল আনা হয়, তাহলে তারা আপত্তি জানাবেন। গত মাসে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক হয়। কিন্তু সেই বৈঠকের পরেও এশিয়া কাপ নিয়ে কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি। আজ সৌরভই এই টুর্নামেন্ট বাতিল হওয়ার কথা জানালেন।