সড়ক দুর্ঘটনায় চলতি বছরের এপ্রিল মাসে ৫৮৮ জন নিহত এবং ১১২৪ জন আহত হয়েছেন। এরমধ্যে শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২২৯ জন। রোববার (১১ মে) রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এ ছাড়া ৭টি নৌ দুর্ঘটনায় ৮ জন এবং রেলপথ দুর্ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। সড়ক, নৌ ও রেলপথ মিলিয়ে সারাদেশে দুর্ঘটনায় ৬২০ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ১৫৪ জন ঢাকা বিভাগে। সবচেয়ে কম ৩২ জন নিহত হয়েছেন রংপুর বিভাগে। জেলা হিসেবে চট্টগ্রামে ৪৬ জন নিহত হয়েছে। নীলফামারী জেলায় দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি হয়নি। রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১৯ জনের।
সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও মানসিক অসুস্থতা, বেতন-কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা, বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে দায়ী করেছে রোড সেফটি ফাউন্ডেশন।
৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকা বিভাগে সর্বাধিক ১৭৩টি দুর্ঘটনায় ১৫৪ জন নিহত হয়েছেন। রংপুর বিভাগে সবচেয়ে কম ৩১টি দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। জেলা হিসেবে চট্টগ্রামে ৩৫টি দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছে। নীলফামারী জেলায় দুর্ঘটনা ঘটলেও প্রাণহানি হয়নি। রাজধানী ঢাকায় ৩৪টি সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও মানসিক অসুস্থতা, বেতন-কর্মঘন্টা নির্দিষ্ট না থাকা, মহাসড়কে স্বল্পগতির যান চলাচল, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণের ট্রাফিক আইন না মানা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং বিআরটিএ’র সক্ষমতার ঘাটতির কথা বলা হয়েছে।