- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

একা থাকা নিয়ে যা বললেন কুসুম শিকদার

ঢালিউড অভিনেত্রী ও পরিচালক কুসুম শিকদার। ‘গহীনে শব্দ’ চলচ্চিত্রে অভিনয়শিল্পী হিসেবে এবং ২০২৪ সালে ‘শরতের জবা’ দিয়ে পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। ‘লাল টিপ’ সিনেমায় অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন কুসুম শিকদার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের যে পেশা তাতে সব সময় খুব মানুষের মধ্যে থাকতে হয়। মাঝে আমাদের ব্রেক দরকার হয়। যেখানে একা থাকা যায় নিজেকে সময় দেওয়া যায়। নিজেকে ভালোবাসা যায়, নিজে কি চাই সেটা চিন্তা করা যায়।’

তিনি বলেন, ‘আমার মনে হয় যে একা থাকলে কাজে অনেক বেশি মনোযাগ দেওয়া যায়। ভাবা যায় এবং সৃজনশীল কাজের জন্য একা থাকাটা অত্যান্ত জরুরি।’

তিনি আরও বলেন, ‘আমি সব সময় শাড়ি কিনে থাকি। কখনও স্পন্সর কাপড় পরিনি। আমার বয়স এখন তেতাল্লিশ তবুও হালকা মেকআপ আছে। এখন দেখি ১২-১৩ বছর বয়সে বিয়ে করার জন্য অনেকে পাগল হয়ে যায়।’