- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

এইচএসসির ফল তৈরি হবে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে

চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে প্রকাশ করা হবে, যেখানে জেএসসির ২৫ শতাংশ এবং এসএসসির ৭৫ শতাংশ নম্বরের সমন্বয় করা হবে। শিক্ষা বোর্ড ইতোমধ্যে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে এবং সব ঠিক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশ করা হতে পারে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফলাফল তৈরির প্রস্তাব ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষা নিয়ন্ত্রকদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে ফলাফল প্রকাশের চূড়ান্ত পদ্ধতি নির্ধারিত হবে।

কোটা সংস্কার আন্দোলন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষার ছয়টি পরীক্ষা বাতিল করা হয়েছে। বাতিল হওয়া পরীক্ষাগুলোর মূল্যায়নে জেএসসি এবং এসএসসির নম্বর সমন্বয় করে ফলাফল তৈরি করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে জানান, ফলাফল প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় রয়েছে বোর্ড।

এইচএসসি পরীক্ষায় মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন, যারা ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড এবং মাদরাসা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন।