- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ইসরায়েলকে কঠোর হুমকি দিলেন হিজবুল্লাহর উপপ্রধান

ইসরায়েল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর হত্যা করে। নাসরুল্লাহর হত্যা পর প্রথমবারের মতো ইসরায়েল কঠোর হুমকি দিয়ে ভাষণ দিয়েছেন গোষ্ঠীটির উপপ্রধান নাইম কাসেম। এক ভিডিওবার্তায় তিনি জানান, খুব শিগগিরই নতুন শীর্ষ নেতার নাম ঘোষণা করা হবে।

তিনি বলেন, শিগগিরই নতুন প্রধান বেছে নেবে হিজবুল্লাহ। আমাদের যে প্রক্রিয়া আছে, তা অনুযায়ী খুব দ্রুত হিজবুল্লাহর শীর্ষ নেতা নির্বাচিত করবো।

কাসেম বলেন, ইসরায়েলি বাহিনী লেবাননে বেসামরিক নাগরিকদের হত্যা ও গণহত্যা চালাচ্ছে। আর এতে ইসরায়েলকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, আমরই জিতবো যেভাবে ২০০৬ সালে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে জিতেছিলাম। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় ১০৫ জন নিহত হয়েছে। সূত্র: আল-জাজিরার