- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ইসরাইলের আগ্রাসন মোকাবেলা করলো সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক:  ইহুদিবাদী ইসরাইল মঙ্গলবার (২৩জুন) আবারো সিরিয়ার বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। তবে সিরিয়া বিমান প্রতিরক্ষা বাহিনী এসব হামলা যথেষ্ট সফলতার সঙ্গে মোকাবেলা করেছে । খবর পার্সটুডে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সোয়াইদা, পূর্বাঞ্চলীয় দেইর আজ-যোর এবং মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সানা বলছে, সিরিয়ার কয়েকটি সামরিক অবস্থান লক্ষ্য করে একইসময়ে এসব হামলা চালায় ইসরাইল।

সানা জানিয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী সফলতার সাথে ইহুদিবাদী আগ্রাসন মোকাবেলা করে তবে সোয়াইদা প্রদেশের সালখাদ শহরের একটি সামরিক অবস্থানে ইসরাইলের ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে দুই সেনা নিহত এবং চারজন আহত হয়েছেন। এছাড়া, বেশ কিছু সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবারই সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী ভূমধ্যসাগরের উপকূলবর্তী জাবলে শহরে একটি অপরিচিত ড্রোন ভূপাতিত করে। এর কয়েক ঘন্টা পর ইহুদিবাদী ইসরাইল এসব ক্ষেপণাস্ত্র হামলা চালালো।