- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ইরানে করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় তিন লাখ

ইরানে করোনা জয় করে হাসপাতাল ছেড়েছেন দুই লাখ ৯৯ হাজার ১৫৭ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৪৫ হাজার ৪৫০ জন। পার্সটুডে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি সোমবার এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন,২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৫ জন। এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ১৯ হাজার ৮০৪ জনে পৌঁছেছে। এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন দুই হাজার ২৪৭ জন।

এদিকে, সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন প্রায় সাত লাখ ৭৩ হাজার ব্যক্তি। এছাড়া,আক্রান্তের সংখ্যা অন্তত দুই কোটি ১৮ লাখ ৪৫ হাজার।

মৃত্যু ও শনাক্তের দিক থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রই শীর্ষে রয়েছে।