
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যাঞ্চলে দেশটির বিমান বাহিনী ব্যাপক মহড়া চালিয়েছে। এতে কয়েকডজন বিমান ও ড্রোন অংশ নেয়। কয়েকদিন আগে যে ‘গার্ডিয়ান্স অফ বেলায়াত স্কাই-৯৯’ নামের বার্ষিক বিমান মহড়া চালানো হয়েছে এটি তারই অংশ। পার্সটুডে।
মহড়ার ব্যাপকতা ও গুরুত্ব সম্পর্কে ইরানের প্রেস টিভি বলছে, এটি প্রকৃত যুদ্ধ নয় তবে সত্যিকারের যুদ্ধপরিস্থিতিতে নিজেদের সক্ষমতা যাচাইয়ের সুযোগ পেয়েছেন ইরানি তরুণ পাইলটরা।
দুই দিনের এই মহড়ায় শত্রুর বিমান প্রতিহতকারী বিমান, বোমারু বিমান, মধ্যম ও ভারী সামরিক পরিবহন বিমান, টহল বিমান এবং গোয়েন্দা ও বোমারু ড্রোন অংশ নেয়। জঙ্গিবিমানের মধ্যে দীর্ঘ পাল্লার সুখোই এসইউ-২৪, এফ-১৪ এবং বোয়িং ৭৪৭ ও ৭০৭ বিমান অংশ নিয়েছে।
ইরানি সামরিক বাহিনীর কর্মকর্তারা বলেছেন, এই অঞ্চলের সম্ভাব্য হুমকি মোকাবেলার সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নিয়েই প্রধানত এ মহড়া চালানো হয়েছে। মহড়ায় ইরানি সেনারা আকাশ থেকে আকাশে যুদ্ধ এবং আকাশ থেকে ভূমিতে বোমা হামলার অনুশীলন চালায়। এ সময় স্মার্ট হেভি ও সেমি হেভি বোমা, রাডার ও থার্মাল মিসাইল এবং দেশে তৈরি রকেট ও বোমা ব্যবহার করা হয়।